skip to content
Sunday, June 16, 2024

skip to content
Homeবিনোদনসৃজিতের ছবিতে কেকে-র গান

সৃজিতের ছবিতে কেকে-র গান

Follow Us :

পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের নতুন হিন্দি ছবি ‘শেরদিল’-এ গান গাইলেন বিখ্যাত গায়ক কেকে।আর সেই গান লিখেছেন এক এবং অদ্বিতীয় গুলজার।চলতি বছরেই ‘শেরদিল’ ছবির শ্যুটিং শেষ করেছেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়।ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন নীরজ কবি,পঙ্কজ ত্রিপাঠী,সায়নী গুপ্তার মতো বলিউড তারকা।একদিকে যেমন চলছে ছবির পোস্ট প্রোডাকশন।অন্যদিকে তেমনই চলছে ছবির গান রেকর্ডিংয়ের কাজ।‘শেরদিল’ ছবির একটি গান যে লিখবেন গুলজার এমনটা জানা গিয়েছিল অনেক আগেই।বিখ্যাত গীতিকারের সঙ্গে কাজের সুযোগে তিনি যে খুশি সেকথাও জানিয়েছিলেন পরিচালক।সদ্যই নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে রেকর্ডিং স্টুডিওর একটি ছবি শেয়ার করেছেন সৃজিত মুখোপাধ্যায়।তাতেই পরিচালকের সঙ্গে গীতিকার গুলজার ও সংগীতশিল্পী কেকে-র দেখা মিলেছে।ক্যাপশনে পরিচালক লিখেছেন,শেষ পর্যন্ত বহুদিনের প্রিয় শিল্পী কেকের সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছেন তিনি।

একটা সময় বলিউডের অন্যতম সেরা গায়ক ছিলেন কেকে।অসংখ্য হিন্দি ছবিতে গান গেয়েছেন তিনি।পাশাপাশি গান গেয়েছেন অন্যান্য ভাষাতেও।তবে ইদানিং আর সেইভাবে শোনা যায় না কেকে-র সেই দুর্দান্ত গায়কি।গোটা দেশে শিল্পীর অসংখ্য ভক্তদের রয়েছেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ও।দীর্ঘদিন ধরেই নিজের ছবিতে সৃজিতকে দিয়ে গান গাওয়ানোর সুযোগ খুঁজছিলেন তিনি।অবশেষে ‘শেরদিল’ ছবিতে সেই স্বপ্নপূরণ হল পরিচালকের।

RELATED ARTICLES

Most Popular